ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি মইনুল ইসলাম। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে ১০ টি পরিবারকে নগদ ২ হাজার করে টাকা দেয়া হয়।
শিল্পপতি মইনুল ইসলাম বলেন, আমি আমার সাধ্যমতো পুড়ে যাওয়া ১০ টি পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছি। আগামীতেও আমার এই সহযোগীতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলাার পুর্ব বীরগাঁও ইউনিয়ন এর বিশিষ্ট দানবীর মো. মইনুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুসেল আহমেদ প্রমুখ।
এরআগে গত ১১ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে শান্তিগঞ্জের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host