ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচি পাগলা বাজার শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার(২৭ এপ্রিল) উপজেলার বীরগাঁও মাঠে বীরগাঁও পশ্চিম পাড়া, বীরগাঁও নয়াবাড়ি বীরগাঁও খালপাড় ও বীরগাঁও বামনগাঁও পঞ্চম শ্রেণী ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাধুলার মধ্যে ছেলে ও মেয়েদের ১০০ মিটার লম্বা দৌড়, ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের বালিশ খেলা, ছেলে ও মেয়ে অংক খেলা, অভিভাবকদের হাতে হাড়িভাঙ্গা খেলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খাঁন।
ব্রাক শিক্ষা কর্মসূচি সুনামগঞ্জ শাখার ম্যানেজার প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার নূর মোহাম্মদ সানির সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ব্রাক শিক্ষা কর্মসূচির মনিটরিং অফিসার মশিউর রহমান, প্রগতি এরিয়া ম্যানেজার মোঃ মোবারক হোসেন, দাবির ব্রাঞ্চ ম্যানেজার হাফিজুর রহমান, ব্র্যাকের একাউন্স অফিসার সন্তোষ লাল দেব, ঝরনা রানী দেবীসহ এলাকার ইউপি সদস্য, ব্রাক প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হাওরের মাঝে শিক্ষার মান উন্নয়ন করতে ব্রাক শিক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হাওরের মানুষকে শিক্ষায় আরও উন্নত করতে নানা শিক্ষা ব্যবস্থা চালু করছে ব্লাক। শিক্ষায় ব্রাকের এই অবদানের জন্য কৃতজ্ঞতা জানান বক্তারা।
ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host