ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পানিতে ডুবে মো. সাঈদ হাসান (০৪)বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ মে) বেলা ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদ হাসান(৪) পাঠাবুকা গ্রামের মৃত মাঈনুল ইসলামের ছেলে।
জানা যায়, নিহত সাইদ হাসান (৪) নিজ বাড়ি হতে বের হয়ে বৌলাই নদীর শাখা মরা নদীতে গোসল করতে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। পরে অভিভাবকরা অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরা নদীতে একটি নৌকার পাশে শিশুটিকে মৃত অবস্থায় পান।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের মরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host