তাহিরপুরে ইভটিজিং মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

তাহিরপুরে ইভটিজিং মামলার ৩ আসামি গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ইভটিজিং মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছেন। শুক্রবার (০৩ মে) রাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জের মোহাম্মদ দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জল, এএসআই রাজুসহ একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হল- উপজেলার বালিজুরি নয়াহাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী( ২০), জাহাঙ্গীরের ছেলে তৌসিফ (১৮) ও একই গ্রামের আলমগীরের ছেলে মারুফ(২০)।
অভিযানটি রাতভর চলতে থাকে এবং শেষ পর্যন্ত শনিবার ভোর ৫টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইভটিজিং সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দিলোয়ার হোসেন জানান, সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইভটিজিং মামলার আমাদের নিকট যদি কোন ভিকটিম করে আমরা দ্রুততম সময়ের মধ্যে তার আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর