ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে নিজাম উদ্দিন(২৭) নামের সিএনজি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) সকাল ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোবিন্দগঞ্জ থেকে বিশ্বনাথ যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে নিজাম উদ্দিন। কিছুদূর যাওয়ার পড়ে আরও দুইজন পেসেঞ্জার আছে বলে ড্রাইভার জুবের আহমদকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থেকে নামামাত্র নিজামের কাছে থাকা অন্য চাবি দিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজি চালিয়ে নিয়ে চলে যায়। পড়ে ওই সিএনজি ড্রাইভার মোটরসাইকেল দিয়ে তাকে পিছন থেকে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিশ্বনাথ রাস্তায় আটক করেন।
আটকের পর নিজাম উদ্দিনকে গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে আনা হয়। তখন শ্রমিক নেতাদের জিজ্ঞাসাবাদে সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করে তার সাথে জড়িত থাকা আরও ৩ জনের নাম উল্লেখ করে। এরপর গোবিন্দগঞ্জ থেকে পাগলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নে নিয়ে আসা হলে শ্রমিক ইউনিয়নের নেতারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। উল্লেখ্য, এরআগে গত ৬ ফেব্রুয়ারী এক রাতে শান্তিগঞ্জে থানার পাগলা বাজার ও বীরগাঁও এলাকা থেকে ৪ টি ও গতরাতে বসিয়াখাউরি গ্রাম থেকে ১টি সিএনজি চুরি হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host