ঢাকা ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
পাথারিয়া বাজার একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীসহ এলাকার বাসিন্দাদের। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজারের প্রবেশ পথ মেইন রোড থেকে রাধামাধব জিওল মন্দির আখড়ার গেইট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। এতে স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন পাথারিয়া বাজারের ব্যবসায়ী, হাট বাজারে গরু, ছাগল,ভেড়া তালুকগাঁও,পাথারিয়া গ্রামের পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তাটির কিছু কিছু জায়গায় ভেঙে সমস্যা বেড়েছে। বৃষ্টি হলে পানি জমে কাদাঁয় ভরে যায়। ওই রাস্তায় চলাচলকারী অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
রাধামাধব জিওল আকড়া মন্দিরের ধর্মীয় গুরু পরম পতি জনার্দন দাস বলেন পূজা, পর্বনে এই রাস্তায় ভক্ত বৃন্দ আসতে খুবই ভুগান্তি পোহাতে হয়। এই সমস্যা দূরীকরণের এক মাত্র পথ হল রাস্তা সংস্কার করা। রাস্তাটি দ্রুত সংস্কার করার জোর দাবি জানান তিনি।
বেহাল রাস্তায় চলাচলকারী পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘রাস্তাটিতে সাইকেল চালিয়ে যাওয়া এখন খুবই কষ্টকর। বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।’
এলাকাবাসী এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ মিলেছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাথারিয়া বাজারের প্রবেশ পথ মেইন রোড থেকে রাধামাধব জিওল আখড়া মন্দির পর্যন্ত একটি অন্যতম সড়ক এটি। এই রাস্তা দিয়ে প্রতি মঙ্লবার গরু ছাগলের হাটে হাজার হাজার গরু -ছাগল ভেড়া ব্যবসায়ীরা চলাচল করে।
এই রাস্তায় চলাচলকারী সিফাত হোসেন ও আনোয়ার হোসেন জানান, এ রাস্তাটি নির্মাণে নিম্নমানের কাজ করা হয়েছিল। রাস্তাটি মেরামত না করায় রাস্তার বেশির ভাগ স্থানেই বিটুমিন ও ইট-পাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আমিনুল হক বলেন রাস্তার অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করছে।
এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনতা।
তারা বলেন, নাজুক পরিস্থিতিতে জন-যান চলাচলের উপযোগী করতে রাস্তাটির মেরামতসহ প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host