ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাহিরপুরে ফসল কর্তন সম্পন্নের পর সমাপনী উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কর্মকর্তা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজেস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলার হাওর রক্ষা বাঁধ প্রকল্পের অন্যতম সদস্য উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী শেরেনুর আলী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক জুনাব আলী।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার সেক্রিটারি অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিপুর উপজেলার সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের আমীর মো:শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী ও বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা যেভাবে কৃষি ফসল আনন্দের আপ্লুত হয়ে ঘরে তুলেছেন, মনে রাখবেন আপনারা গর্বিত পিতা হতে পারেন যদি আপনাদের সন্তানদের পড়ালেখার প্রতি মনোযোগী হন,সন্তানদের প্রতি যত্নবান হন,বাচ্চাদেরকে স্কুলমুখী করেন। তিনি প্রান্তিক কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বক্তারা তাদের বক্তব্যে কৃষকদেরকে এত সুন্দর কৃষি ফসল কর্তন সমাপনী অনুষ্ঠান করে সম্মানিত করেছেন সেজন্য তাহিরপুর উপজেলার কর্মকর্তা মহোদয় আবুল হাশেমকে ধন্যবাদ জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host