ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখার বর্ণি ইউনিয়নের মুদৎপুর যুব সমাজের উদ্যোগে ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় ফকির বাজার সংলগ্ন মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা।
মোহাম্মদ আখতার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আবুল কালাম লুলাই।
ফুটবলপ্রেমীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন—ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল আলম, স্থানীয় ব্যবসায়ী প্রদীপ দাস, শাহীন আহমেদ, আব্দুল মালিক, সমছ উদ্দিন, হেনু মিয়া এবং টুর্নামেন্ট কমিটির সক্রিয় সদস্যরা, যাদের মধ্যে ছিলেন ইসমাইল হোসেন, রুবেল আহমদ, জবরুল হোসেন মুসা, হাবিবুর রহমান, সইব উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মাইজগ্রাম ফুটবল একাদশ (বড়লেখা) এবং দাসউরা ফুটবল একাদশ (বিয়ানীবাজার)। ম্যাচটি নির্ধারিত সময়ের পর ট্রাইবেকারে গড়ায়, যেখানে জয় ছিনিয়ে নেয় মাইজগ্রাম একাদশ।
প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর উপহার দেন ফ্রান্সপ্রবাসী নাহিদ হোসেন এবং দ্বিতীয় পুরস্কার টেলিভিশনটি দেন দুবাইপ্রবাসী মনজুর হোসেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host