ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলার সোনাফর আলী নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতে নিহতের ছেলে জায়েদ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় ওই মামলা রুজু করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ মে) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের ময়না মিয়া পক্ষের সাথে ও গ্রামের সোনাফর আলী পক্ষের মধ্যে পিডিবির বিদ্যুৎ লাইন সরানো নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এবিষয়ে তাৎক্ষণিক স্থানীয় লোকজন সালিশ বৈঠকে বসেন। ওই বৈঠক চলাকালে তাজ উদ্দিনসহ কয়েকজন উত্তেজিত হয়ে অশালীন আচরণ করায় গ্রামের মুরব্বিরা উভয় পক্ষকে বৈঠকস্থল থেকে চলে যান। এসময় বৈঠকস্থলে বসা সোনাফর আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওই হামলায় সোনাফর আলী গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধ সোনাফর আলী গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোখলেছুর রহমান আকন্দ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host