মধ্যনগরে গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

মধ্যনগরে গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে গরু চুরির মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. হাবিব উল্লাহ(২১)। সে মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ধৃত আসামির বিরুদ্ধে ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা (০২-১৫ মে ২০২৫) রয়েছে। যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর