ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ১৮৬৬ এর অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির(২০২৫- ২০২৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২২ মে) সকাল ৮ টায় শান্তিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ গোলজার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে চেয়ার প্রতীকে ৪৩ ভোট পেয়ে মো. আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জসীম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
সহ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নইম আহমদ। কলস প্রতীকে ৪৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সজীব আহমদ। অপরপ্রার্থী জুয়েল মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কুহিনূর মিয়া। অপরপ্রার্থী মিজানুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। ফুটবল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন মো. কামাল উদ্দিন।
এর আগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host