ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম কিরণমালা ধংস করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ৯শতটি কিরণমালা জব্দ করা হয়। এরপর শান্তিগঞ্জের সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে সেগুলো ধ্বংস করে দেয়া হয়। মাছের বংশবৃদ্ধি বিস্তারে জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাছ মারার অবৈধ কিরণমালা জব্দের পর ধ্বংস করা হয়েছে। মাছের বংশবৃদ্ধি বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। যাদের কিরণমালা ধ্বংস করা হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলায় আসতে বলেছি। পাশাপাশি বিকল্প পেশায় তাদেএ উদ্বুদ্ধ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host