উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই : সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই : সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

কুলাউড়া প্রতিনিধি
মেধার প্রকৃত পরিস্ফুরণ ছাড়া কখনই কোনো জাতি উন্নতভাবে প্রতিষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
কুলাউড়ার প্রাচীণতম সংগঠন টাউন ক্লাব আয়োজিত ২২তম মেধা প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই ।মেধা প্রকল্প আয়োজনের মাধ্যমে তাদের একটা জায়গায় নিয়ে আসা যায়।এই প্রতিভাবানদের প্রস্ফূটিত করার সময়োপযোগী কাজটি দীর্ঘ চারদশক থেকে করে যাচ্ছে টাউন ক্লাব।কুলাউড়ার এই সংগঠনটির আদলেই একসময়ে এমসি কলেজেও একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।যা এখনো গিয়াস উদ্দিন স্যারের নেতৃত্বই চলমান।এছাড়াও তিনি আরও বলেন, ‘স্টুডেন্ট শব্দটাই একজন শিক্ষার্থীর করণীয় কি তা জানান দেয়।এরই মধ্যে নিহিত আছে তার লক্ষ্য ও মূল উদ্দেশ্যগুলো।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুল সময়ের বাইরেও আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে তাদেরকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসুন।এখনি যথাযথভাবে তাদের গড়ে তোলার সময়।তারা যেন চিন্তাশীল হয়, সত্যবাদি ও একতাবদ্ধ থাকে। তাদের অমিয় প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে বেড়ে উঠতে সহায়তা করুন। ২৪ মে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া টাউন ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো এর সভাপতিত্বে ও সভাপতি ইফতেখার আহমদ কামরুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন বাবলু, কুলাউড়া সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ডানকান ক্যামেলিয়া ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র দাস।অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্তদের পক্ষে অনুভূতি প্রকাশ করে ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত উত্তরা রায় লক্ষী।
অনুষ্ঠানে টাউন ক্লাব সম্পাদক নাসির জামান খান জাকির সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, বর্তমান সদস্য শিক্ষক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক কল্যাণ প্রসূন ও আলাউদ্দিন কবির, ব্যবসায়ী নুরুল ইসলাম খান প্রমূখ। এবছর টাউন ক্লাব মেধা প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলায় ৫ম শ্রেণিতে ৩৩ জন, ৮ম শ্রেণিতে ২৬ জনকে ক্রেস্ট, সার্টিফিকেটসহ নানা পুরস্কারে ভূষিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর