ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি’ এই স্লোগানকে সামনে রেখে টিম ছাতক নিয়ে এসেছে প্রজেক্ট ‘অক্সিজেন প্লান্টেশন।’ যার অধীনে ছাতক উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে ৫ হাজার গাছ রোপণ করা হবে, ইনশাআল্লাহ। প্রথম ধাপে উপজেলার কালারুকা ইউনিয়ন এর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে প্রায় ২৫০ ফলদ, বনজ, ভেষজ গাছ চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালারুকা দাখিল মাদ্রাসা, লতিফিয়া ক্যাডেট একাডেমি, মাধপুর প্রাইমারি স্কুল, শংকর পুর জামে মসজিদ সহ অন্যান্য প্রতিষ্ঠান।
উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টিম ছাতকের ফাউন্ডার সাঈদুর রহমান সাঈদ, কো-ফাউন্ডার জুবায়েদ আহমেদ, ফাউন্ডিং মেম্বার ফয়েজ আহমেদ সাব্বির, ময়নুল ইসলাম, রুহেতুল হক সাহাত, টিম ছাতকের বিভিন্ন ভলিন্টিয়ার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রমুখ।
টিম ছাতকের ফাউন্ডার সাঈদুর রহমান সাঈদ বলেন, মহান আল্লাহ বৃক্ষরাজিকে সৃষ্টির কল্যাণে সৃজন করেছেন। একটি পরিপূর্ণ বৃক্ষ বছরে ৯ হাজার কেজি অক্সিজেন দেয়, ৭ হাজার কেজি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানবসভ্যতা টিকিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিমেয়।
টিম ছাতকের কো- ফাউন্ডার জুবায়েদ আহমেদ বলেন, গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ অক্সিজেন ছাড়াও ছায়া দিয়ে প্রকৃতিকে শীতল রাখে, আসবাবপত্র তৈরির কাঠ ও জ্বালানির যোগান দেয়। ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করতেছি সকলে দোয়া ও সহযোগিতা করবেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host