ইশরাকের শপথ প্রসঙ্গ
আপিলের রায় হাতে পাওয়ার পর করণীয় ঠিক করবো : সিইসি

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>ইশরাকের শপথ প্রসঙ্গ</span> <br/> আপিলের রায় হাতে পাওয়ার পর করণীয় ঠিক করবো : সিইসি

বিজয়ের কণ্ঠ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যলোচনা করে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর আজ বিকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘আমরা আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি। রায় (কপি) পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।’

এদিকে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১ জুন।

ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর এ গেজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর