ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
তাহিপুরে দু থেকে তিন দিনের পাহাড়ি ঢলে এবং অতি বৃষ্টির কারণে নদীসহ হাওরের পানি প্রবল বেগে বাড়ছে। অল্প পানি বেড়ে গেলে যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন পথযাত্রীসহ গাড়ি চালকবৃন্দ। বিশম্ভরপুরের ১০০ মিটার নামে পরিচিত এখানেও পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে রাস্তায় পানি চলে আসছে।
গাড়ি চালকেরা বলেছেন- এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না থামলে আগামীকাল থেকেই গাড়ি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীতে প্রবল পানি হওয়ার কারণে হাওরের বেশ কয়েকটি বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, যাতে নদীর পানি বাড়ির ক্ষতি করতে না পারে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, এভাবেই যদি বৃষ্টিপাত হতে থাকে ও পাহাড়ি ঢল আসতে থাকে, তাহলে নিম্নাঞ্চলগুলো দ্রুত পানিতে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host