নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পাচ্ছে আব্দুল্লাহ ফাউন্ডেশন

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পাচ্ছে আব্দুল্লাহ ফাউন্ডেশন

শান্তিগঞ্জ প্রতিনিধি
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবসেবা, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫-এ মনোনীত করা হয়েছে।
এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করবে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ, যারা প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে মানবকল্যাণে অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মূল্যায়ন করে থাকে।
আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, শিশু ও নারী অধিকার, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবেলায় সংগঠনটির কাজ দেশজুড়ে প্রশংসিত হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘এই সম্মান শুধু আমাদের নয়, এটি সমাজের প্রতিটি নিপীড়িত, অবহেলিত মানুষের জন্য উৎসর্গ। আমরা শান্তি ও মানবতার পক্ষে সবসময় কাজ করে যাবো।’
নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ জানায়, পুরস্কারটি জুলাইয়ের ২৬ তারিখে রাজধানীর বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রদান করা হবে। এতে দেশের গুণীজন, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সর্বশেষ ২৪ খবর