রাকিব আলী ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

রাকিব আলী ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শান্তিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে গঠিত হলো ‘রাকিব আলী ফাউন্ডেশন’-এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এই ফাউন্ডেশনটি গঠিত হয় ২০২৩ সালের ৯ জুলাই। পূর্ববর্তী কমিটির মেয়াদ অতিবাহিত হওয়ার সাথে সাথে বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় এ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিব আলী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সালমান আহমেদ দুরন্ত, সাধারণ সম্পাদক হিসেবে আপন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দিলোয়ার তালুকদার।

এছাড়াও সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন- মিনহাজ রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহবুব, অর্থ সম্পাদক ফাহাদ তানভীর শুভ, সহ অর্থ সম্পাদক ইমন খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক এম. আমির হামজা, প্রচার সম্পাদক আলম রহমান, ক্রীড়া সম্পাদক মহিম উদ্দিন, দপ্তর সম্পাদক আলী আমজাদ, সদস্য হিসেবে রয়েছেন রেজুয়ান আহমেদ, শরীফ উদ্দিন, রাজু মিয়া, হাসান আহমেদ, রবি মিয়া, জাবেদ আহমেদ, রানা মিয়া, হৃদয় আহমেদ, পাবেল তালুকদার, তানভীর হোসেন, নাছির উদ্দীনসহ আরও অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর