পুলিশের বিশেষ অভিযান : জগন্নাথপুরে নারীসহ ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

পুলিশের বিশেষ অভিযান : জগন্নাথপুরে নারীসহ ২ আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় নারী-পুরুষ ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে আলী মিয়া (৫০) ও উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের নেছাওর মিয়ার স্ত্রী মনিরা বেগম (৫০)। এর মধ্যে আলী মিয়া একটি মামলার এজারহারনামীয় আসামি ও মনিরা বেগম আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতার হওয়া আসামিদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর