ঢাকা ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় সুজানগর গার্লস একাডেমির শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) একাডেমির হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির প্রধান শিক্ষক জাহেদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রায়হান আহমেদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলওয়াত ও একাডেমির থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা দাতা সদস্য, ভূমিদাতা ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আব্দুল গণি সুমন।
আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিনভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমেদ, হাজ্বী শামসুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমেদ প্রমূখ। প্রধান শিক্ষকের সমাপনি বক্তব্েযর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী দিনের চলার পথের দিক নির্দেশনাসহ তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, বই ও নগদ অর্থ (সর্বচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত) তুলে দেন। পরিশেষে আব্দুল গণি সুমনের সৌজন্যে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host