ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
প্রতি বছরের ন্যায় এবারো সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক ও বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মো. ফয়জুল হুসাইন।
বক্তব্য রাখেন সহকারি শিক মমতাজ বেগম, নুসরাত হক, বেগম শাহানা, সহিদুল আলম, রাশিদা খানম, অভিভাবক সাংবাদিক মামুন হাসান প্রমুখ।
শিার্থী মুনিয়া, নাফিয়া, সাইকা ও মাহেলার যৌথ পরিচালনায় দেশ, জাতি ও বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিলের আহ্বায়ক মো. ফয়জুল হুসাইন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host