ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ^নাথ
‘গুণীজনের কদর করলে সমাজে গুণী জন্মায়’ বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবী প্রবাসীরা দেশে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখছেন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নাগরিক সম্মাননা পাওয়া তাদের নাগরিক অধিকার। প্রবাসীদের দানের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা করে দেশের কল্যাণে অবদান রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল সৈয়দ আলী আহমদ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুল হান্নান উরপি মিয়াকে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ আলী আহমদ।
যুক্তরাজ্যে বসবাসরত আব্দুল হান্নান উরপি মিয়া নিজ জন্মভূমি বাংলাদেশের উন্নয়ন ও সুবিধা বঞ্চিত দুঃস্থ মানুষের সেবায় দীর্ঘদিন ধরে নিরলস ও প্রচার বিমুখ ভাবে কাজ করে যাচ্ছেন। অভাবগ্রস্থ মানুষের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তিনি সহায়তার হাত প্রসারিত করায় যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশে আগমন করলে আজ উপজেলা প্রেসক্লাব তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করে।
এই উপলক্ষে বিশ্বনাথ পুরানবাজার থানা সম্মুখের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রেসক্লাব সভাপতি মো. শাহিন উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু’র যৌথ পরিচালনায় আয়োজন করা হয় আনুষ্ঠানিক সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো. নেছার আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আলী আসকর, বিশ্বনাথ ডিগ্রি কলেজ এর প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, শিক্ষাবিদ এ কে এম হেকিম উদ্দিন, অলংকারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, লালা বাজার ইব্রাহীম আলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. মানিক মিয়া, শিক্ষাবিদ আব্দুল হান্নান ইউজেটিক্স, কবি ও ছড়াকার বিভাংশু গুণ বিভু, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন, লালাবাজার ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তার জসিম উদ্দিন, ইনকিলাব সংসদ এর সভাপতি মো. মুছন আলী, যুবদল নেতা ফখরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা কাজী হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, পৌর বিএনপি সহ-সভাপতি নাজিম উদ্দীন, যুবদল নেতা নিজাম উদ্দিন, আমির আলী, জাহাঙ্গীর আলী, শিপন মিয়া, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক আবু সাইম। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য ছালেক উদ্দিন, এস এ সাজু, সাংবাদিক সাব্বির আহমদ, মিডিয়া কর্মী আলী হোসেন মোল্লা, শাহীন আহমদ , ইয়াসিন মির্জা, বিজয় কর্মকার, শাহাদাত হোসেন, সিলেট প্রতিভাত সাহিত্য পরিষদের সভাপতি এম আলী হোসেন, টেংরা বাগমারা জবান উল্লাহ একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ছাতকের আব্দুল্লাহ আল জাবেদ, প্রমুখ।
কারী তুহিন মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host