সিলেটকে প্রথম ডিজিটাল সিটি করার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

সিলেটকে প্রথম ডিজিটাল সিটি করার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

হাবিব রহমান, শাবিপ্রবি প্রতিনিধি
সিলেট নগরকে দেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।

বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘এ’ ইউনিটের অধীভূক্ত বিভাগগুলোর নবীনবরণ অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিনা মূল্যে ওয়াইফাই সুবিধা প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে তথ্য ও সেবা পৌছে দেয়া হবে। বর্তমান সরকার সিলেটে আইসিটি পার্ক তৈরি করছে যা পরিচালনার জন্য দক্ষ জনবলের প্রয়োজন। নবীনবরণ শিক্ষার্থীদেরকে দক্ষ জনসম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়াও সিলেটের ওসমানি বিমানবন্দরকে কয়েকগুণ বর্ধিত করণের পাশাপাশি বিমানবন্দর সংলগ্ন একটি প্রাইভেট ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনবরণে শাবিপ্রবি শিক্ষক জোবায়দা গুলশান আরা ও তানভীর হোসেনের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বস, ভর্তি কমিটির অধ্যাপক ড. শামসুক হক প্রধান, ডিন অধ্যাপক ড. আব্দুল গণি, অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এছাড়া শাবিপ্রবির যৌন হয়রানি নিরোধ সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ^বিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে। গত বছর শাবিপ্রবি আইসিটি খাতে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ডিজিটাল এ্যাওয়ার্ড পেয়েছে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নামে অপসংস্কৃতি নিষিদ্ধ। র‌্যাগিংসহ অন্য যেকোন সমস্যায় তোমরা আমার কাছে, বিভাগে কিংবা প্রক্টরের কাছে অভিযোগ দিতে পারো। আমরা দ্রুত ব্যবস্থা নিবো। এছাড়া মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। মাদক সেবন ক্যাম্পাসে নিষেধ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছি।’

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর