ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্নিল আয়োজনের মধ্যে দিয়ে মুহিবুর রহমান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের দরগাহ মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমির ক্যাম্পাস প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
একাডেমির ভাইস প্রিন্সিপাল মো. ইমদাদ’র পরিচালনায় ও প্রিন্সিপাল রোটারিয়ান মোহাম্মদ শামছ উদ্দিন আহমদ এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বাংলাদেশের এডিশনাল সেক্রেটারী ড. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো: মুহিবুর রহমান, মুহিবুর রহমান একাডেমির রেক্টর মোছাম্মাৎ সালমা খানম, সিলেট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের শিক্ষাঙ্গনে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সফল উদাহরণ মুহিবুর রহমান একাডেমি, এখানে লেখাপড়ার পাশা-পাশি শিার্থীদের মেধামনন বিকাশে প্রতিবৎসর প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। তারা বলেন, শিক্ষার অধিকার সবার। শুধু পাঠ্যপুস্তুক নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব শিকদের। খেলাধুলায় প্রতিটি মানুষের চিন্তা-চেতনা ও সংস্কৃতিকে পুলকিত করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সকল শিক্ষক, শিক্ষকা ও কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host