ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
সিকৃবি প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবির) প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাধিকার প্রতি বছরের ন্যায় এবারো শুরু করেছে প্রাধিকারের প্রাথমিক ও উচ্চবিদ্যালয়গুলোর সচেতনতামূলক কার্যক্রম। প্রত্যেক মাসে কমপক্ষে একটি থেকে দুটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রাধিকার।
এর ধারাবাহিকতায় শনিবার সিলেট ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শুরু হয় নতুন বছর।
প্রাধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গালিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাধিকার সহ-সভাপতি সৈয়দ আব্দুস সামাদ আরিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজুর রহমান এবং সিনিয়র শিক্ষিকা শিলা শাহা। অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাধিকারের কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক অনুষ্ঠানে প্রাধিকারের পথেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাধিকারে কার্যনির্বাহী সদস্য তিলোত্তম ভট্টাচার্য। পরে প্রাধিকার এর উপর প্রেজেন্টেশন রাখেন প্রাধিকারের সহ-সভাপতি সৈয়দ আব্দুস সামাদ আরিফ। অনুষ্ঠানের এক পর্যায় জীববৈচিত্র এবং এর সংরণে এ সিলেট বিষয়ে প্রেজেন্টেশন রাখেন প্রাধিকারের জনসংযোগ সম্পাদক তাজুল ইসলাম এবং মামুনুর রহমান মুন কার্যনির্বাহী সদস্য।
অনুষ্ঠানের একপর্যায় শিক্ষার্থীদের জীববৈচিত্র্য বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান ও বিশেষ অতিথিগণ। প্রাধিকারকে এমন সচেতনতামূলক অনুষ্ঠান বেশি বেশি করার তাগিদ দেন প্রধাণ শিক্ষক। এমন সচেতন ও শিক্ষণীয় আয়োজনের জন্য প্রাধিকারকে ধন্যবাদও জানান তিনি।
আলোচনা শেষে প্রধিকার ও জীববৈজিত্র্য সংরণ বিষয় সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। পরে বিজয়ী ১ম, ২য়, ও ৩য় প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরই মধ্যে শেষ হয় প্রাধিকারের নতুন বছরের প্রথম সচেতনতামূলক কার্যক্রম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host