ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগে শনিবার বিকেল সাড়ে ৩টায় ৯০৬নং কক্ষে পেশাগত উৎকর্ষ সাধনে এলএলএম ডিগ্রি শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. রবিউল হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে আইন ও বিচার বিভাগের প্রফেসর ব্যারিস্টার এম. আরশ আলী মূল আলোচনায় অংশ নেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান আইন পেশাগত জীবনে এলএলএম ডিগ্রির প্রয়োজনীয়তার নানাদিক তুলে ধরেন। এসময় বিভাগের প্রভাষক কাওসার মাহমুদ ও জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগসহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলএলবি ও এলএলবি (সম্মান) ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host