ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মতিন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানবসম্পদ উন্নয়নের কারখানা। এখানে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত দিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের কেবল লেখাপড়ায় ভালো করলেই হবেনা, তাদেরকে পরিপূর্ণ মানুষ হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদেরকে দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলে। তিনি আরো বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার পিছনে যত ব্যয় করা হবে, দেশ ও জাতি ততোবেশি এগিয়ে যাবে।
তিনি রোববার হযরত শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০১৮ এর সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিকেল সাড়ে ৩টায় আয়োজিত আলোচনা সভায় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. রঞ্জন চন্দ্র ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড. আফছর আহমদ, শাহপরান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুজ্জামান তফাদার, কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক তাজুল ইসলাম, এলাকার মুরুব্বি ও সমাজসেবক ডা. আব্দুল আজিজ।
এর আগে সকাল ১০টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সমাপনী দিন শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট প্রশান্ত কুমার পাল, হাসান আহমদ চৌধুরী, মলয় বৈদ্য, আজিমুন্নেছা, ফিরোজা সুলতানা, ইকবাল হাবিব, হাফিজুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, রিপন চক্রবর্তী, ফখরুল ইসলাম দুলু, জবরুল হোসেন, এসএম কাবুল আহমদ খাদিম, হাসান ইকবাল রনি, অদিত্য ইসলাম সালমান, স্বপন দেবনাথ, আবু বক্কর, আব্দুল বাছিত বছন, সেলিম আহমদ, হোসেন আহমদ চৌধুরী প্রমুখ।
এরপর বেলা ১টা ৩০ মিনিটে শুরু হয় প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুক আহমদ, অব. সহকারী প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী গুণ, প্রাক্তন শিক্ষক শক্তি চরণ পাল, অব, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক চৌধুরী, অব. শিক্ষক মো. তালেব উদ্দিন, মাহবুবুর রহমান সিদ্দিকী ও বর্তমান প্রধান শিক্ষক খসরুজ্জামান তফাদার।
বিকেল ৫টায় প্রাক্তন ছাত্র পরিষদের পরিচিতি অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং সিলেট ও ঢাকার অতিথি শিল্পীদেও অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host