শিক্ষার্থীদের ভবিষ্যত স্বপ্ন স্কুল জীবনেই শুরু হোক : ড. কবির চৌধুরী

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

শিক্ষার্থীদের ভবিষ্যত স্বপ্ন স্কুল জীবনেই শুরু হোক : ড. কবির চৌধুরী

ডেস্ক প্রতিবেদন
সিলেটে শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যত গড়ার স্বপ্ন জাগাতে কাজ শুরু করলো এডুকেশন গাইড।

রোববার সিলেট নগরের রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, মেট্রোপিলিটন ইউনিভার্সিটির প্রাক্তন ভিসি ও স্কলার্স হোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. কবির এইচ চৌধুরী।

কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেছেন, শিক্ষার্থীদেরকে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলার শপথ নিতে হবে স্কুল জীবনেই। স্কুল পাড়ি দেয়ার পরই সংগ্রাম শুরু হয়ে যায়। প্রস্তুতির সময় মিলে না। বইয়ের বোঝা বাড়ে। সে জন্য নিজেকে বিশ্বায়নের উপযোগী করে গড়ে তুলতে স্কুল জীবন থেকেই স্বপ্ন দেখতে শুরু করতে হবে। তবেই সে স্বপ্ন বৃথা যাবে না। কোথাও হুচট খাবে না। অন্তত: বিদেশে গিয়ে যাতে ভাষাগত সমস্যায় পড়তে না হয়, সেজন্য স্কুল থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহি হতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।

স্কুলের মিলনায়তনে সকাল ১১টায় এডুকেশন গাইড এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে ড. কবির চৌধুরী প্রধান অতিথি ছিলেন ।

প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাবের মেম্বার তন্দ্রা’র প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন গাইড এর প্রতিষ্ঠাতা যোবায়ের আহমদ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, প্রোগ্রামের রিসোর্স পার্সন শাবি ক্যারিয়ার কাবের সদস্য মানসুরা ও অনন্ত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র ফাহিম। অনুষ্ঠানে প্রায় শ’ খানেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এডুকেশন গাইড এর কর্ণধার যোবায়ের আহমদ তার বক্তব্যে বলেন, আমাদের দেশের যুব সমাজের মেধার স্বীকৃতি আছে দুনিয়াজুড়ে। কিন্তু শুধুমাত্র ভাষাগত দূরত্বের কারণে অনেকের মেধার মুল্যায়ন হয় না বিদেশের মাটিতে। যার ফলে বিদেশে চাকুরী, পারিবারিক কিংবা যেকোনো সূত্রে যান না কেন, অন্তত: ইংরেজি ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করা প্রয়োজন। নতূবা প্রতি পদে পদে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর সে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব ভাষা দিয়ে। এজন্য এডুকেশন গাইড সিলেট তথা দেশ জুড়ে এ ব্যাপারে স্কুল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কবির চৌধুরী এডুকেশন গাইড কর্মসূচিকে সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপ আখ্যায়িত করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের নিয়ে এরকম কর্মসূচি পালিত হয়। সিলেটে এটি ব্যতিক্রমী সেবাধর্মী উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন। এ কর্মসূচি অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মাঝে নিজেকে গড়ার আগ্রহ বাড়বে। শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টি হবে। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত ও এর সফলতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর