শাবিপ্রবি’তে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

শাবিপ্রবি’তে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) বেলা ১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনিতে এক সমাবেশে মিলিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাযিরুল আযম বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক প্রসেনজিৎ রুদ্র।

সমাবেশে প্রসেনজিৎ রুদ্র বলেন, ইউজিসির ২০ বছর মেয়াদী কৌশলপত্র অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন খাতে ফি বাড়িয়ে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন ফি বৃদ্ধি করা হচ্ছে। এটা কখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র হতে পারে না।

এ সময় তিনি, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে শাকসু নির্বাচনের আহবান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিটি সদস্য মো. মঈনুদ্দিন মিয়া, সাধারণ শিক্ষার্থী গনিত বিভাগের ইউশা রশিদ ইফাজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর