ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মেয়েরা এখন পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন েেত্র বড় অবদান রাখছে। মনকে সতেজ, কর্মচঞ্চল ও উদ্দীপিত করতে খেলাধুলার পাশাপাশি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য, দ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে। তোমরা প্রতিভার বিকাশ ঘটিয়ে জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করে চলার উপযোগী হয়ে গড়ে ওঠো, তোমরাই পারবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তিনি অনুষ্ঠানটিতে উপস্থিতির অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এমন একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত।
তিনি ২৩ জানুয়ারি বুধবার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বার্ষিক ক্রীড়া উদ্যাপন পরিষদের সভাপতি, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা) আসলাম উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিা সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) হেপী বেগম, সিলেট জেলা শিা অফিসার (ভারপ্রাপ্ত) নাজমা বেগম, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক খায়রুন্নেছা খাতুন, প্রাক্তন প্রধান শিক নুরুন্নাহার চৌধুরী, প্রাক্তন প্রধান শিক সুজাতা গুপ্তা।
উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক (প্রভাতী) মমতাজ বেগম, সহকারি প্রধান শিক (দিবা) নুসরাত বেগম। সহকারি শিক কোহেলী রানী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া উদযাপন পরিষদের সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক ঝলক রঞ্জন তালুকদার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host