এমইউ’তে ইন্ট্রা মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স শুরু

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

এমইউ’তে ইন্ট্রা মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স শুরু

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইন্ট্রা মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স-২০১৯ শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় তিন দিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন (এমইউমুনা) এর উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম আলী আক্কাস, ইংরেজি বিভাগের প্রধান ও এমইউমুনা’র উপদেষ্টা অনিক বিশ্বাস, পরিচালক (প্রশাসন) ও এমইউমুনা’র উপদেষ্টা তারেক ইসলাম, সহকারি রেজিস্ট্রার ও এমইউমুনা’র উপদেষ্টা লোকমান আহমদ চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী নিশাত তাবাসসুম ও সানজান সোহান।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইন্ট্রা মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন এমইউমুনা’র সভাপতি মাজেদুর রহমান, ডেপুটি সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আছেন এমইউমুনা’র সাধারণ সম্পাদক ফাতেমা ওয়াজ উদ্দিন।

কনফারেন্সে ৬০ জন ডেলিগেটস অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী ইউনাইটেড নেশনস ডেভলাপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (এউএনএইচআরসি) এবং ইন্টারন্যাশনাল প্রেস (আইপি) এই তিনটি কমিটিতে বিভক্ত হয়ে কনফারেন্সে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। আগামী শুক্রবার কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর