ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমইউ থিয়েটার’র আয়োজনে পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে এই পিঠা উৎসবে ৯টি স্টল ছিল। নান্দনিক সাজে সাজা স্টলগুলোতে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়।
বুধবার সকালে পিঠা উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।
বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, কর্মকর্তা খন্দকার মকসুদ আহমদ, সুমনা আজিজ প্রমুখ।
এছাড়াও এমইউ থিয়েটারের সভাপতি মাসুদ রানা, সহসভাপতি নাজিয়া হাসান নিসা, সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের স্টল ছিল। স্টলগুলোর নামও ছিল বাহারি- মনফড়িং, রকমারি পিঠা ঘর, পিঠার রাজ্য, পৌষ বৌরী, চন্দ্রপুলি, সুমা পিঠা ঘর, পিঠাওয়ালিস এবং পিঠা ঘর। বিভিন্ন ধরনের হরেক স্বাদের পিঠা খেতে প্রতিটি স্টলে ভিড় লেগেছিল শিক্ষক-শিক্ষার্থীদের। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host