ক্রিকেটে চ্যাম্পিয়ন কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

ক্রিকেটে চ্যাম্পিয়ন কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদ

সিকৃবি প্রতিনিধি
সিকৃবিতে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই শ্লোগানকে সামনে রেখে গত সপ্তাহে ক্যাম্পাসে শুরু হয়েছিলো আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮-২০১৯।

বুধবার ক্রিকেটের ফাইনাল খেলার মধ্য দিয়ে জমজমাট এই আসরের সমাপ্তি ঘটলে। ক্রিকেটের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদকে পরাজিত করে এবছর চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ।

সমাপনি দিনে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন এই ৩ ক্যাটাগরিতে ৬টি অনুষদের ছেলে ও মেয়েরা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিযোগিতা করে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্বাবধানে সবগুলো খেলা পরিচালিত হয়।

ফাইনালের দিনে ভাইস-চ্যান্সেলর ছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতা উপকমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিঞা, অনুষদীয় ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সিকৃবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছিলো। প্রতিদিনই দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর