ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার সায়রা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল সাজিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, প্রধান শিক্ষিকা রাহেলা আক্তার, শিক্ষানুরাগী ফখর উদ্দিন, মহিলা শিক্ষানুরাগী সুলতানা ইয়াসমিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসকাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বুদুর, শিক্ষিকা রেহেনা বেগম, জান্নাত আরা জেবিন, ফাতেহা ইয়াসমিন, শিল্পী রানী দাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হামিদ সরকার বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌছে দেয়ার ল্েয তার সরকার বদ্ধ পরিকর। আগে শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পেত। এখন সকাল হলেই তারা বিদ্যালয়ে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ে। বিদ্যালয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিনোদন, অনুষ্ঠানের আয়োজনের ফলে বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host