ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
নানা আয়োজনে লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলের উদ্যোগে শনিবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আগত অথিতিদের মুগ্ধ করে। বাংলার আবহমান ঐতিহ্যের পিঠাপুলি ১০টি স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়।
শিশুদের পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় শিল্পী প্রদীপ মল্লিক, ইকবাল সাঁই, আরিফুল ইসলাম অনি ও এক দল ফিনিক্স, ভাবুক।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কয়েছ লোদী, স্টেইট কলেজের চেয়ারম্যান নিরঞ্জন পাল, সাংবাদিক আহমাদ সেলিম প্রমুখ।
লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলের প্রিন্সিপাল মো. আল ওয়াদুদ সামী রাসেল শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও পিঠা উৎসবে আগত দর্শণার্থীদের ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host