ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা সোমবার ২৮ জানুয়ারী সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তেলিহাওরস্থ ক্যাম্পাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, প্রফেসর ডাঃ এনায়েত উল্লাহ, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর হেনা সিদ্দিকী, ডাঃ ইকবাল হোসেন চৌধুরী, ডাঃ এস কে নিজাম জাহিদ হোসেন, প্রফেসর ডাঃ নাহিদ ইলোরা, মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম), হুমায়ুন কবীর, আব্দুল হান্নান চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম দেওয়ান, হাজি মোঃ পিয়ার আলী ও মোঃ নূরুল হক মিয়া।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহের গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয় এ ছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত সমূহ সভায় গৃহীত হয়।
এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host