ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত বিদ্যুৎ রনজন দত্তের নামে লাইব্রেরি খোলা হয়েছে।
মঙ্গলবার প্রেসক্লাবের কার্যালয়ে ‘বিদ্যুৎ রনজন দত্ত স্মৃতি পাঠাগার’ লাইব্রেরিটি উদ্বোধন করেছেন বিশ^বিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ফরিদ উদ্দিন আাহমেদ।
উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জন্য এই সর্ম্পকিত বই নিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয়গুলোর প্রচারের পাশাপাশি বিভিন্ন সমস্যার বিষয়ে গঠনমূলক লেখার মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন।
প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, বর্তমান সহ-সভাপতি রিফাত আল মামুন, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদসহ প্রেসকাবের অন্যান্য সদস্যরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host