শাবিপ্রবিতে কর্মকর্তা সমিতির নির্বাচন কাল

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

শাবিপ্রবিতে কর্মকর্তা সমিতির নির্বাচন কাল

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ^বিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচন আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সোহেল উদ্দিন আহম্মদ।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কর্মকর্তাদের মমিনুল-ফখর ও বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মোর্শেদ-সায়েমের প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ডেপুুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তানজীম শামস।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৪ জন। ১১টি পদের জন্য দুটি প্যানেলে মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন উপলক্ষে কাজের ফাঁকে ফাঁকে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তাবৃন্দ। দুটি প্যানেলের প্রার্থীরাই বরাবরের মতো কর্মকর্তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করবেন এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে।

নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কর্মকর্তাদের মধ্যে সভাপতি ড. খন্দকার মো. মুমিনুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. ফখর উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ প্যানেলে অন্যান্য পদে প্রার্থীরা হলেন, সহ-সভাপতি জাকারিয়া বিশ^াস, সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য পদে আ ন ম জয়নাল আবেদীন, সৈয়দ হাবিবুর রহমান, এএসএম খয়রুল আক্তার চৌধুরী, সেবিকা সুলতান, মো. জয়নাল আবেদীন।

অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের প্যানেল থেকে সভাপতি পদে মো. মুর্শেদ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে আবু সাদাৎ মো. সায়েম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ প্যানেলে অন্যান্য পদে প্রার্থীর হলেন, সহ-সভাপতি আবু জাফর মো. তামরিনুল হাসান, সহÑসাধারন সম্পাদক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ এবিএম এনায়েত হোসেইন, কার্যনির্বাহী সদস্য পদে জয়নাল ইসলাম চৌধুরী, মো. নাইমুল হক চৌধুরী, সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, আহমদ মাহবুব, জয়নুল ইসলাম চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর