এনইইউবি’র ‘স্পিকার হান্ট-২০১৯’ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

এনইইউবি’র ‘স্পিকার হান্ট-২০১৯’ অনুষ্ঠিত

এনইইউবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘স্পিকার হান্ট-২০১৯’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ।

এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিনের সভাপতিত্বে প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড.নাঈম আলীমুল হায়দার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিকজা এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক মোঃ আবু সাঈদ মুন্না।

প্রতিযেগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ নির্ধারিত বিষয়ের উপর তাদের বক্তব্য তুলে ধরেন এবং বিচারকবৃন্দ তাদের বক্তব্য যাচাই করে সেরা স্পিকার নির্বাচন করেন।

প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের জন্য ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীদের মধ্য থেকে অনেক সু-বক্তা উঠে আসবে। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা শামিম আল আজিজ লেলিন অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর