শাবিপ্রবি কর্মকর্তা সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থীদের জয়

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

শাবিপ্রবি কর্মকর্তা সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থীদের জয়

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচনে আওয়ামী পন্থীদের হারিয়ে বিজয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। সভাপতি পদে মো. মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম তালুকদার বিজয়ী হয়েছেন। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে জয় লাভ করেছে বিএনপি-জামায়াত পন্থী প্রার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয় কাবে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা করেন বিশ^বিদ্যালয়ের হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার সোহেল উদ্দিন আহম্মদ।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানজীম শামস।

নির্বাচনে সভাপতি পদে মো. মুর্শেদ আলম ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. খন্দকার মো. মুমিনুল হক পেয়েছেন ৯১ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু সাদাৎ মো. সায়েম তালুকদার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী মো. ফখর উদ্দিন পেয়েছেন ১১১ ভোট।

এছাড়া বিএপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সহ-সভাপতি পদে আবু জাফর মো. তামরিনুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান, ও চারটি কার্যনির্বাহী সদস্য পদে মখলিছুর রহমান, আহমদ মাহবুব ফেরদৌসী, সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির ও মো. জয়নাল ইসলাম চৌধুরী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. রবিউল ইসলাম জুয়েল ও দুটি কার্যনির্বাহী সদস্য পদে আ ন ম জয়নাল আবেদীন এবং এএসএম খয়রুল আক্তার চৌধুরী বিজয়ী হয়েছেন।

আওয়ামী পন্থী প্যানেলের এ ভরাডুবির জন্য নিজেদের অতিরিক্ত আতœবিশ^াস ও অন্তঃকোন্দলকেই দায়ী করছেন প্রার্থী ও সংশ্লিষ্টরা। এ প্যানেলের অনেক প্রার্থীরই অভিযোগ তাদের অনেক ভোটারই অন্তঃকোন্দলের জন্য বিপক্ষ প্রার্থীদের ভোট দিয়েছেন।

অন্যদিকে বিএনপি-জামায়াত পন্থী কর্মকর্তারা এ ফলাফলকে তাদের বিজয় হিসেবে দেখছেন। এ প্যানেলের অধিকাংশের অভিমত, পূর্ববর্তী সময়ে আস্থার প্রতিদান রাখতে না পারায় ভোটাররা এ রায় দিয়েছেন। এসময় তারা কর্মকর্তাদের স্বার্থ নিয়ে কাজ করে যাবেন বলেও আশ^াস দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর