পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত

ডেস্ক প্রতিবেদন
সোমবার চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন সংসদ কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুয়ায়ী সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এ কমিটিগুলোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

গঠিত কমিটিগুলো হচ্ছে- সংসদ কমিটি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে গঠিত সংসদ কমিটির অন্য সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, আ স ম ফিরোজ, মাহাবুব আরা বেগম গিনি, আবু জাহির, নূর মোহাম্মদ, মঞ্জুর হোসেন, আশেক উল্লাহ রফিক ও শওকত হাচানুর রহমান।

আব্দুল মতিন খসরুকে সভাপতি করে গঠিত আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, ফজলে নূর তাপস ও শামীম হায়দার পাটোয়ারী।

সুবিদ আলী ভুইয়াকে সভাপতি করে গঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ হেলাল, হাবিবুর রহমান খান, ইলিয়াস আলী মোল্লা, মোতাহার হোসেন, নাজমুল হাসান, নাসির উদ্দীন ও মহিবুর রহমান।

আবুল কালাম আজাদকে সভাপতি করে গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমেদ মজুমদার, বীরেন শিকদার, মোর্শেদ আলম, জি এম কাদের ও মঞ্জুর হোসেন।

মো. মকবুল হোসেনকে সভাপতি করে গঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আজিম আনার, মোসলেম উদ্দিন ও নেসার আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর