ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
এবারের বিশ্ব ইজতেমা এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দপ্তরে তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে দিল্লির মাওলানা সা’দ পক্ষের সৈয়দ ওয়াসিফ ইসলাম এবং তার বিরোধীপক্ষের মাওলানা জুবায়ের উপস্থিত ছিলেন।
পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
তিনি জানান, আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এবার এক পর্বেই হবে ইজতেমা।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে গত বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ উভয়পক্ষের মতামতের ভিত্তিতে তিন দিনের পরিবর্তে চার দিন ইজতেমা করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দু’দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দু’দিন পরিচালনায় থাকবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host