ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের বিশ্বনাথে দুলাভাইয়ের সাথে গোপন অভিসারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ১৪ বছর বয়সী শ্যালিকা। এ ঘটনায় লম্পট দুলাভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শ্যালিকার মা বাদি হয়ে বিশ্বনাথ থানায় অভিযোগ করলে রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে দুলাভাইকে আটক করে পুলিশ।
আটক রাসেল মিয়া (২৫) উপজেলার পুরান সৎপুর গ্রামের ইছদ্দর আলীর ছেলে। আটকের পর রাতেই থানায় রেকর্ড করা হয়েছে। মামলা নং- ৫।
জানা গেছে, প্রায় ২বছর পূর্বে নিজ গ্রামের বাসিন্দা রহিমা বেগমকে বিয়ে করে ব্যাটারী চালিত টমটম চালক রাসেল মিয়া। বিয়ের প্রায় বছর খানেক পর তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। একই গ্রামের হওয়ার সুবাদে প্রতিদিন শশুর বাড়িতে যাতায়াত করতো রাসেল। তার হতদরিদ্র শশুর প্রতিবন্ধী থাকায় শাশুড়ি প্রতিদিন গ্রামের বিভিন্ন বাড়িতে দৈনিক মজুরিতে কাজ করতেন। আর এই সুযোগে রাসেল মিয়ার সাথে তার ১৪ বছর বয়সী শ্যালিকার শারিরীক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গাপলা বেঁধে যায়, অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী শ্যালিকা। অন্তঃসত্ত্বা হওয়ার ৪মাস গত হয়ে গেলে ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়ে।
বিষয়টি স্থানীয় মাতব্বরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তা জানতে পারে থানা পুলিশ। রোববার রাতে লম্পট রাসেল মিয়া ও তার শ্যালিকাকে থানায় ডেকে নেয় পুুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে শ্যালিকা ঘটনার সত্যতা স্বীকার করে। পরে পুলিশ কিশোরীর মাকে বাদী বানিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার লম্পট দুলাভাইকে আদালতে হাজির করে জেলহাজাতে প্রেরণ করে।
মামলার ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host