ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বাংলাদেশস্থ কানাডিয়ান হাই কমিশনের কাউন্সেলর (কমার্শিয়াল অ্যাফেয়ার্স) করিন পেটরিসর এবং ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১২ ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সাক্ষাতে তাঁরা কানাডার বিভিন্ন খ্যাতনামা ইউনিভার্সিটি এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির মধ্যে উচ্চশিা, গবেষণা, শিক্ষক বিনিময় এবং পাঠ্যক্রমের উন্নয়ন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে একটি সমঝোতা স্মারকের বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host