ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
প্রবীণ শিক্ষাবিদ ভাষাসৈনিক প্রফেসর মো. আব্দুুল আজিজ বলেছেন, বই জ্ঞানের জগতকে প্রসারিত করে। বই পড়া ছাড়া আলোকিত জগতে প্রবেশ করা যায় না। জ্ঞান সমৃদ্ধ হতে হলে বই পড়ে জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে হবে।
তিনি ১২ ফেব্র“য়ারি মঙ্গলবার সকালে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ আয়োজিত ১ম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বইমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মো. আজির উদ্দিন।
কলেজ শিক্ষা পরিষদের সম্পাদক অধ্যাপক এনামুল হক চৌধুরী সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহফুজা সিদ্দিকা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থ সারথি নাগ, সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর।
বইমেলায় কলেজের সদ্য প্রয়াত অধ্যাপক ছড়াকার বদরুল আলম খানের ‘নদী বহে যায় নিরবধী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী মাছুমা বেগম ও গীথা থেকে পাঠ করেন জুই দাস প্রমা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুুল আজিজ আরো বলেন, বই পড়লে চোখ চারদিকে প্রসারিত হবে। আশংকা করা হয়েছিল ইন্টারনেটের কারণে বইয়ের জগত ক্রমশ ছোট হয়ে আসছে। ইন্টারনেট বইকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাবে, কিন্তু স্টো ভুল প্রমাণিত হয়েছে ইন্টারনেট পরাভূত হয়েছে। বইমেলা থেকে বইয়ের প্রতি মানুষের আর্কষণ বাড়ছে। ইন্টারনেট বইকে তাড়াতে পারেনি, বরং বই এখন পর্যন্ত সমান জনপ্রিয়তা অবলম্বন করে চলছে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বলেন, বই হচ্ছে জ্ঞানের প্রতিক আলোর প্রতীক তিনি জ্ঞানের প্রসরতা বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের বেশী করে বই পড়ার আহ্বান জানান। বই পড়লে জ্ঞানের পরিধি ও মানবিকতা বৃদ্ধি পায় বলে উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host