শাবিপ্রবি স্পিকার্স ক্লাব’র নতুন নেতৃত্বে তানভীর-কামরান

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

শাবিপ্রবি স্পিকার্স ক্লাব’র নতুন নেতৃত্বে তানভীর-কামরান

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমদকে সভাপতি ও অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী কামরান হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই এর ২২৩ নং কক্ষে সংগঠনের ইনস্টল্যাশন প্রোগ্রামে ৪২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির প্রচার সম্পাদক সায়েল আহমেদ ও সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশরাত জাহান ইভার যৌথ সঞ্চালনায় সদ্য বিদায়ী কমিটির সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাকের সভাপতিত্বে এসয় উপস্থিত ছিলেন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন, গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান, সাবেক সভাপতি মহিউদ্দিন রুবেল, সাবেক সহ-সভাপতি ফারজানা ভূঁইয়া ও খাদিজা আক্তার শান্তা, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, নেছার উদ্দিন, মাহির মাহমুদ খাঁন, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর ও সাবেক কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে ঢাকাস্থ চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৩ তম কার্যনিবার্হী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এ এস এম মোহায়মিন বাপ্পী ও অনন্যা পাল, সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়া ও হৃদয় রায়, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মারজানা হক, কোষাধ্যক্ষ মাহমুদা খানম, সহ-কোষাধ্যক্ষ মুনতাহা ইয়াসমিন ও আবু তাহের মো. তুহিন, প্রচার সম্পাদক সায়েল আহমেদ, সহ-প্রচার সম্পাদক সামিউল ইসলাম, অফিস সম্পাদক আমিনা পারভীন, সহ-অফিস সম্পাদক আবু মুগীরা ও মো. শাকিল, আইটি সম্পাদক অনিক শর্মা, সহ-আইটি সম্পাদক মাহিন এস রাতুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আয়েশা খালেদ রিনভী, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশরাত জাহান ইভা, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কুতুব উদ্দীন, প্রকাশনা সম্পাদক প্রবাল রায় চিন্ময়, সহ-প্রকাশনা সম্পাদক রাফিউল ইসলাম নাহিয়ান ও জারিন তাসনীম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ উদ্দীন, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসান নাঈম, জন সংযোগ সম্পাদক আসাদূর রহমান, সহ-জনসংযোগ সম্পাদক পল্লব কুমার তাঁতী, ক্রীড়া সম্পাদক আরিফ খান জয়, সহ-ক্রীড়া সম্পাদক জুয়েল হাসান প্রমুখ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আজিজুর রহমান আশিক, রনি সরকার ও নাজমুল হুদা মনোনীত হয়েছেন। এছাড়া কমিটিতে কো-ওর্ডিনেটিং সদস্য হিসেবে রয়েছেন ফজলে রাব্বী, শাহনাজ আক্তার পুতুল, সাগর আহমেদ, শেখ দেলোয়ার হোসেন, মাহদী হাসান, জাইমা নুরাইন ঐশী, মানসুরা বেগম ও জাবীর চৌধুরী।

উল্লেখ্য, শাহজালাল ইউনিভার্সিটি স্পীকার্স ক্লাব ইংরেজি ভাষা চর্চাকে আরও সমৃদ্ধ করতে ‘কাম হিয়ার স্পিক বেটার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর