ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- জিডিএন সাস্ট’র আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট ২০১৯’ শুরু হবে আগামী ৯ মার্চ।
বৃহস্পতিবার দুপুর ১ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিডিএন সাস্ট নেতৃবৃন্দ।
এসময় সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান লিখিত বক্তব্য পাঠকালে বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে তারা এই স্কিল ফেস্টের আয়োজন করেছে। তিনটি ক্যাটাগরিতে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি তিনটি হলো প্রো-প্রেজেন্টার, অনলাইন স্পিচ প্রতিযোগীতা ও এপটিটিউড টেস্ট।
প্রো-প্রেজেন্টারদের ২ মার্চের আগে নির্দিষ্ট একটি টপিকের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অনলাইন স্পিচ প্রতিযোগীতাতে ভিডিও বার্তা প্রেরণ করতে হবে। সবগুলো প্রতিযোগীতার বিজয়ীদেরকে প্রায় ৩০হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে বলে জিডিএন সাস্টের নেতৃবৃন্দ জানান।
এছাড়া ৯ মার্চ ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে মেন্টর হিসেবে ইস্ট ওয়েস্ট ইন্ড্রাস্টিয়াল পার্কের সিইও শিব্বির আহমেদ ও ক্যাপস্টোন এডুকেশনের পক্ষ থেকে নির্বাহীরা উপস্থিত থাকবেন। বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা থাকবেন বলে জিডিএন সাস্টের পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ-সভাপতি রেহেনা বেগম, যোগাযোগ সম্পাদক অনিক মজুমদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক নাফিছা রফিক, গণমাধ্যম ও প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের খান, তৌফিক তুহিন, সহ-প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমন, কার্যনির্বাহি সদস্য সামিয়া তারান্নুম, সাবেক সাধারণ সম্পাদক অরুপ রতন পাল প্রমুখ।
জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, এ প্রতিযোগিতায় যে কোন শিক্ষার্থীই অংশ নিতে পারবেন। এছাড়া বিস্তারিত জিডিএন সাস্টের ফেসবুক ইভেন্টে পাওয়া যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host