এসআইইউ’তে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

এসআইইউ’তে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদ উল­াহ তালুকদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মনির উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রক্টর ও ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল­াহ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, উেপ-গ্রন্থাগারিক মোঃ মোস্তফা কামাল, আইন বিভাগের বভাগীয় প্রধান হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসেইন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সমবেত সকলের উদ্দ্যশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদ উল­াহ তালুকদার তার বক্তৃতায় ৭ই মার্চ ১৯৭১ সালের তৎকালীন রেসকোর্স ময়দানে তার উপস্থিত থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন। বাঙালী জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাছ থেকে জাতি সেদিন অনুপ্রাণিত হওয়ার যে সকল পাথেয় পেয়েছিল, তার বিভিন্ন দিক সমূহ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর