ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’ এর আয়োজনে চতুর্থ বারের মতো ‘ন্যাশনাল ডিবেট ফেস্ট’ শুরু হচ্ছে আগামীকাল।
‘সাস্ট ন্যাশনালস ২০১৯’ শিরোনামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ‘সাস্ট স্কুল অব ডিবেট’ এর সাধারণ সম্পাদক শাহ মো. আদনান।
তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল ১০টায় একাডেমিক ভবন-সি’র গ্যালারি রুমে এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে। এশিয়ান পার্লামেন্টারী ফরমেটে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব শনিবার একই জায়গায় অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় ঢাকা বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮টি দল অংশগ্রহণ করবে।
আয়োজক সূত্রে জানা যায়, পুরষ্কার বিতরণীতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। বিচারকের দায়িত্ব পালন করবেন ‘টেন মিনিট স্কুল’ এর সহ-প্রতিষ্ঠাতা সাকিব বিন রশীদ ও ‘সাস্ট স্কুল অব ডিবেট’ এর সাবেক সভাপতি রাকিবুল হাসান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host