ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দি আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে গোলচত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একইস্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ৭ মার্চ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এ দিনে বাঙালি জাতি নতুন করে বাঁচার স্বপ্ন দেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্য দিয়ে, যা বাঙালিদের মুক্তির জন্য সবচেয়ে বড় ভ‚মিকা রেখেছে।
তিনি আরও বলেন, ‘এই ভাষণ বাঙালি জাতির ম্যাগনাকার্টা সমতুল্য। বিশ্বেসেরা ১০টি ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর এ ভাষণ স্থান করে নিয়েছে। এছাড়া এ ভাষণকে সেরা ভাষণ হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি দেয় ইউনেস্কো।’
এছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host